রাবি রেজিস্ট্রারের বাসায় হামলার ঘটনায় রাজশাহীস্থ প্রাক্তন শিক্ষার্থীদের নিন্দা

আপডেট: মে ২১, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক :


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের বাসায় ককটেল বিস্ফোরণের নিন্দা ও প্রতিবাদ এবং দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেছে প্রাক্তন শিক্ষার্থীদের একাংশ।

বৃহস্পতিবার (১ মে) রাজশাহীস্থ রাবির প্রাক্তন শিক্ষার্থীদের একাংশের পক্ষে তৌফিকুর রহমান লাভলু ও প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান সজল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের বাসায় ককটেল বিস্ফোরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবী করছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ