সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লিগ্যাল সেলের নতুন প্রশাসক হিসেবে আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম মঙ্গলবার (৭ মে) যোগদান করেছেন। তিনি অধ্যাপক শাহিন জোহরার স্থলাভিষিক্ত হলেন।
এ সময় অন্যদের মধ্যে প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হল, ইনস্টিটিউট অব ইংলিশ আদার ল্যাঙ্গুয়েজেজের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডেসহ হল প্রাধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাদিকুল ইসলামের বেশ কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি আইন বিষয়ে চারটি গ্রন্থেরও প্রণেতা। এর আগে তিনি নির্বাচিত সিন্ডিকেট সদস্য, হলের আবাসিক শিক্ষক, রাবি শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সদস্যসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, ৫ মে তারিখে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার লিগ্যাল সেলের প্রশাসক হিসেবে সাদিকুল ইসলামকে নিয়োগ প্রদান করেন।