বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেনের বিরুদ্ধে শিক্ষার্থীদের দ্বারা উত্থাপিত বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক খন্দকার মো. মোজাফ্ফর হোসেনকে সভাপতি করে পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যগণ হচ্ছেন- কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. ছাইফুল ইসলাম, আরবী বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব এ কমিটি গঠন করেন। কমিটিকে সত্বর (শীঘ্রই) প্রতিবেদন দিতে বলা হয়েছে। শিক্ষার্থীদের উত্থাপিত অভিযোগ বিভাগীয় সভাপতি কর্তৃপক্ষের নিকট পাঠালে এই কমিটি গঠন করা হয়।