রাবি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

আপডেট: ডিসেম্বর ১০, ২০২৩, ৭:৪২ অপরাহ্ণ


রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ শামসুজ্জোহা হল থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন পাশের রুমের শিক্ষার্থীরা। এরপর দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফুয়াদ আল খতিব বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়। শহিদ শামসুজ্জোহা হলের ১৮৪ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী ছিলেন তিনি।

শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলাম বলেন, ফুয়াদ এক সিটের রুমে থাকতেন। সকালে আশেপাশের রুমের শিক্ষার্থীরা তাকে বেডের উপরে শুয়ে থাকতে দেখেছিলেন এবং দরজা খোলা ছিল। দীর্ঘসময় সে রুম থেকে বের না হওয়ায় পাশের রুমের শিক্ষার্থীরা তার রুমে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। এরপর দ্রুত রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর কারণ বিষয়ে তিনি বলেন, মৃত্যুর কারণ আমরা এখনো কিছু জানিনা। তবে কর্তব্যরত চিকিৎসক বলেছেন, ‘তিন-চার ঘণ্টা আগেই সে মারা গেছেন। তার বুকের উপরে রক্ত জমাট বাধার মত কালো কালো ছোপ ছোপ হয়ে আছে। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে নাকি এমনটা হয়। এটা ওনাদের প্রাথমিক ধারণা। ময়নাতদন্ত হওয়ার পরে বিস্তারিত জানা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ