রাবি শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০১৭, ১২:১১ পূর্বাহ্ণ

রাবি প্রতিবেদক



রাজশাহী বিশ্ববিদ্যলয়ে (রাবি) গ্যাস্ট্রিকজনিত অসুস্থ্যতায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা এক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোর ৪ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে তিনি মৃত্যুবরণ। মৃত আবু সাঈদ (২০) বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের চুড়ান্ত পরীক্ষা দিচ্ছিলেন। তাঁর বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংখৈল উপজেলায়।
আবু সাঈদের সহপাঠীরা জানান, শুক্রবার দ্বিতীয় বর্ষের চুড়ান্ত পরীক্ষা হিসেবে নাটকের প্র্যকটিক্যাল কাজ চলাকালে গ্যাষ্ট্রিকজনিত কারণে অসুস্থ্য হয়ে পড়েন সাঈদ। পরে একটু সুস্থতাবোধ করে নিজ ইচ্ছায় আবারও পরীক্ষার অংশ হিসেবে অভিনয় করেন তিনি। সন্ধ্যার দিকে হঠাৎ করে বেশি অসুস্থ্য হয়ে পড়লে তার সহপাঠী ও বিভাগের কর্মচারীরা মিলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেন। মধ্য রাতে তিনি বেশ সুস্থ্যতাবোধও করেন।
পরে ভোর ৪টার দিকে বমি করার পর আর তার কোন সাড়া না পেয়ে বন্ধুরা চিকিৎসককে জানায়। কর্তব্যরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। সকাল ১০টায় রাবির কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সাঈদের মরদেহ নিয়ে তার গ্রামের বাড়ির পথে রওনা হন। সেখানে দ্বিতীয় দফা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক শাহরিয়ার হোসেন বলেন, ‘ঘটনার পরপরই আমরা হাসপাতালে যাই। ভোরে ওই সময় ভাল কোনো চিকিৎসক সেখানে ছিলেন না। ইন্টার্ন চিকিৎসকরা আমাদেরকে বলেছেন, তারা এটা আশা করেননি। তবে ৩২ নম্বর ওয়ার্ড যেহেতু হার্টের রোগিদের ওয়ার্ড। চিকিৎসকরা হয়ত গ্যাস্ট্রিকের পাশাপাশি তার হার্টেরও সমস্যা বুঝেছিলেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ