রাবি সমাজকর্ম বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত

আপডেট: এপ্রিল ২, ২০১৭, ১২:৩৭ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


রাবির সমাজকর্ম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন-সোনার দেশ

দীর্ঘ ৫৩ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। গত শুক্রবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সমাজকর্ম অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্দেশ্যে প্রথম দ্বিবার্ষিক সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়।
সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ড. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফয়জার রহমান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সায়েন উদ্দিন আহমেদ।
সভায় প্রধান অতিথি ও অন্য বক্তাগণ সন্তানদের জঙ্গি কার্যক্রমে না জড়াতে, বাল্যবিয়ে রোধে, মাদকগ্রহণ না করতে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। সেই সঙ্গে রাবির সমাজকর্ম অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে সমাজকর্ম বিভাগের শিক্ষাকার্যক্রম, ছাত্র-ছাত্রী ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের কল্যাণকার্মী প্রতিষ্ঠানে পরিণত করার আহবান জানান। পরিশেষে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ও ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলী গঠিত হয়।
এরা হলেন, রাবির সমাজকর্ম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সমাজসেবা অধিদফতরের ডিডি (অবঃ) মো. মোজাম্মেল হক, সহ-সভাপতি (১) ইউসিবিএল’র জোনাল হেড মো. সেলিম রেজা খান, সহ-সভাপতি (২) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুজ্জমান, সাধারণ সম্পাদক সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন, যুগ্ম সম্পাদক সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. শাহীদুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ বিভাগের অধ্যাপক ড. মো. এমাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাজশাহী ওয়াসার সচিব মো. সাদেকুল ইসলাম সৈকত, সাংস্কৃতিক সম্পাদক ঢাকার পুলিশ সুপার এম হায়দার আলী খান, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক রাবির উপরেজিস্টার মো. আবদুল মালেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. কেএম রবীউল করিম, দফতর সম্পাদক রাকাবের মো. ইসমাইল হোসাইন। নির্বাহী সদস্য (১) কলাবাগান ঢাকার সৈয়দ-মাহফুজ-ই-তৌহিদ টুটু, নির্বাহী সদস্য (২) এবি ব্যাংক ঢাকার এবিএম আবদুস সাত্তার, নির্বাহী সদস্য (৩) প্রাইম ব্যাংক রাজশাহীর ভিটি মো. শওকত কামাল সরকার, নির্বাহী সদস্য (৪) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. শর্মিষ্ঠা রায়, নির্বাহী সদস্য (৫) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. শেখ কবির উদ্দিন হায়দার, নির্বাহী সদস্য (৬) সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহাম্মাদ শরীফুল ইসলাম, নির্বাহী সদস্য (৭) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তানজিমা জোহরা হাবিব, নির্বাহী সদস্য (৮) রাবির সেকশন অফিসার আলী নেওয়াজ বাচ্চু, নির্বাহী সদস্য (৯) দূর্গাপুর থানার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মশিউর রহমান, নির্বাহী সদস্য (১০) সমাজকর্ম বিভাগের অধ্যাপক জিএম আবদুল ওহাব।

এ বিভাগের অন্যান্য সংবাদ