রাবি সায়েন্স ক্লাবের নবীনবরন অনুষ্ঠিত

আপডেট: নভেম্বর ৭, ২০২৪, ৯:১২ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক


রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের আয়োজনে ১০ম ফ্রেশারস রিসেপশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সামাদ্দার ছাত্র-শিক্ষক সংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) উক্ত রিসেপশন অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খান বলেন, মানুষের জীবনের সব থেকে বড় শক্তি হলো মন। মনকে সতেজ করতে পারলে সবই সম্ভব। তুমি চিন্তা করো মানুষ কেমনে চাঁদে গেল? তোমাদের যদি মনের শক্তি থাকে তাহলে তোমরাও যেতে পারবে। তোমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠতে পারো না। কিন্তু যদি তোমার কোনো পিকনিক থাকে তাহলে ঠিকই উঠতে পারো। এটাই হলো মনের শক্তি।

যদি মনের শক্তি বাড়াতে পারো তাহলে তোমারা সহজেই সফল হতে পারবে। তোমরা সবাই তোমাদের জীবনের মাস্টারমাইন্ড। তোমরা এতোদিন তোমাদের বাবা-মায়ের ছিলে। কিন্তু এখন তোমার ভবিষ্যতের মালিক তুমি নিজেই।

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, আমি দুর্বল ও খারাপ দেখতে পারি না। আমি তোমাদের সবাইকে একজন কোচ হিসেবে দেখতে চাই। যে কিনা তার শিশুদের মধ্যে পজিটিভ দিকগুলো তুলে ধরবে। এর ফলে শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা হয়ে ওঠবে। ক্লাবের প্রতিটি সদস্যই একেকজন কোচ। তাদের সঠিক গাইডলাইনে শিক্ষার্থীরা নতুন জায়গায় বিচরণ করতে পারবে।

সায়েন্স ক্লাবের সভাপতি মাসুদ বলেন, এক সময় আমিও তোমাদের মতোই এখানে বসে ছিলাম। এ কয়েক বছরে তোমাদের নিজেদের পরিবর্তন করা উচিত। তোমাদের স্কিল ডেভলপ করা এবং বাবা মাকে সাপোর্ট করা উচিত। সবাই পড়াশোনা ঠিক রাখো।

সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈকতের সঞ্চালনয় বিকাল সাড়ে ৪টায় অলিম্পিয়াড প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। নবীনদের স্বাগত জানানো, কুইজ প্রতিযোগিতা, ক্যারিয়ার টক, অলিম্পিয়াডে বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান এবং সর্বশেষ একটি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে প্রায় ৩শ জনের বেশি নবীন শিক্ষার্থী ও সায়েন্স ক্লাবের বিভিন্ন পদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ