রাবি স্কুলের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা

আপডেট: আগস্ট ১৫, ২০২৪, ১০:২০ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক


রাজশাহী বিশ্ববিদ্যলয় (রাবি) স্কুলের বর্তমান অধ্যক্ষ মো. শফিউল আলমকে অধ্যক্ষ পদে আজীবনের জন্য অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) স্কুলের শিক্ষক মিলনায়তনে সহকারী অধ্যাপক আশুতোষ ব্যানার্জীর সভাপতিত্বে ‘শিক্ষক সমিতি,রাজশাহী বিশ্ববিদ্যলয় স্কুল’র একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। এই অবাঞ্ছিত ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরও দুইটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেগুলো হলো- অধ্যক্ষ মো. শফিউল আলম ভবিষ্যতে যে কোনোভাবে রাজশাহী বিশ্ববিদ্যলয় স্কুলে প্রবেশের চেষ্টা করলে স্কুলের সকল শিক্ষক, কমকর্তা ও কর্মচারী সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম হতে বিরত থাকবে। আর এই সিদ্ধান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত ও ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

সভার এই সিদ্ধান্তের পক্ষে স্কুলের সকল শিক্ষক সম্মত হয়ে স্বাক্ষর করেছেন বলে জানা যায়। এ বিষয়ে জানতে অধ্যক্ষ মো. শফিউল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এর আগে রাবির ইন্সটিটিউট অব রিসার্চ অ্যান্ড এডুকেশনের (আইইআর) পরিচালক অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ এনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ