রামচন্দ্রপুর হাটে আধিপত্য বিস্তারকে ঘিরে ককটেল বিস্ফোরণ

আপডেট: নভেম্বর ১৮, ২০২৩, ৮:১৫ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকায় স্থানীয় দুটি পক্ষের মধ্য ককটেলবাজি ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এসময় দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১ টার দিকে কৃষ্ণগোবিন্দপুর হাইস্কুল মাঠ, রামচন্দ্রপুর হাট সংলগ্ন ইটের ভাটা, রামচন্দ্রপুর হাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা রহমত চেয়ারম্যান ও আওয়ামীগ নেতা ওলি মেম্বারের গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে উভয় পক্ষই কমপক্ষে ১৫-২০ টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে করে হাট এলাকায় দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি তদন্ত মাকসুদুর রহমান জানান, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বাজির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষই পালিয়ে যায়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক। ককটেল বাজীর সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ