শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
‘কয়লা বিশ্বব্যাাপী বায়ূম-লকে বিষাক্ত করার জন্য দায়ী। কয়লাভিত্তিক যেকোনো প্রকল্প পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করবে, প্রাণপ্রকৃতির ধ্বংস বয়ে নিয়ে আসবে। জলবায়ুর ইরেগুলারিটির জন্য দায়ী বিভিন্ন উন্নয়ন কাজে কয়লার মতো ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের ব্যবহার। এই প্রেক্ষাপটে বাংলাদেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিজের পায়ে কুড়াল মারার সামিল।’ সুন্দরবনে কয়ালাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য করা রামপাল চুক্তি বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্র জোট আয়োজিত ছাত্র সমাবেশে এসব কথা বলেন জ্বালানী বিষেশজ্ঞ বিডি রহমতুল্লাহ। গতকাল সোমবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের সামনে আমতলায় এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈকত মল্লিক বলেন, যে প্রকল্প ভারতে বাতিল করা হলো সেই প্রকল্প কোন যুক্তিতে বাংলাদেশে বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। কাঠকয়লা আর রাসায়নিক কয়লা এক জিনিস নয়। রাসায়নিক কয়লা পরিশোধন করতে যেসব বিষাক্ত পদার্থ উৎপন্ন হবে তা জীববৈচিত্রের ভয়ঙ্কর ক্ষতি করবে। ভারতের কয়লা নিম্বমানের হওয়ায় সারাবিশ্ব মুখ ফিরিয়ে নিয়েছে। অথচ সেই কয়লা সুন্দরবনের বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার করার পরিকল্পনা হচ্ছে। দেশের জন্য ক্ষতিকর সকল চুক্তি বাতিলের আহ্বান জানান তিনি।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জিলানী শুভ বলেন, বিশ্ববিদ্যালয়গুলো এখন কৃতদাস তৈরির কারখানায় পরিণত হয়েছে। ছাত্রসমাজকে সকল অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে এগিয়ে আসতে হবে। দেশপ্রেমের বিষয়ে নিজের অবস্থান পরিস্কার করতে হবে। তিনি আরো বলেন, মুক্তমত প্রকাশের কথা বলা হয় অথচ ফেসবুক পেস্টের জন্য ছাত্রনেতা দিলীপ রায়কে কারাগারে দিনের পর দিন আটকে রাখা হচ্ছে।
সমাবেশ থেকে রাবি বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় ও পাহাড়ী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বিপুল চাকমার মুক্তি দাবি করা হয়। এছাড়া ৫৭ ধারা বাতিলের দাবি জানান বক্তারা।
রাবি বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডির সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, ছাত্র ঐক্য ফোরামের সমন্বয়ক সরকার আল ইমরান প্রমুখ। সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গোলাম সারোওয়ার, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কনক। সমাবেশ সঞ্চালনা করেন রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল। এর আগে একই দাবিতে বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিন করে।