রামেকে ১২ দালাল গ্রেপ্তার, লাখ টাকা জরিমানা ছাড়াও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

আপডেট: মার্চ ৮, ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী রাজশাহী মেতিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ১২ জন দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাবের সদস্যরা। অপর অভিযানে প্রাইভেট হসপিটাল ও ক্লিনিকে ১ লাখ টাকা জরিমানা ছাড়াও সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সকাল থেকে দুপুর পর্যন্ত রামেক হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন- রাজশাহী জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন ও সানিয়া বিনতে আফজল।

সাত দিনের বিনাশ্রম কারাদ-প্রাপ্তরা হলেন, সপাইপাড়ার মৃত আব্দুর রহিম জামাল হোসেন (৪০), লক্ষীপুরের মৃত ইব্রাহিম খলিলের সাবজাল হক (৫২), বহরমপুরের রফিকুল ইসলামের ছেলে মোতাসসিম রুপক (৩২), বগুড়ার আদমদিঘীর চাঁপাপুরের মৃত আব্দুর রশিদ শেখের ছেলে রনি শেখ (২৫), নাচোলের মুরগিডাঙ্গার আবুল কালাম আজাদের ছেলে শাহিন আলম পিয়াস (২৪), নগরীর হোসনীগঞ্জ নিমরোজ আলীর ছেলে রাজন আলীকে (৩৫)।

এছাড়া সিপাইপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে সজলকে (৪২) চারদিন, একই এলাকার মৈরুদ্দিন প্রামাণিকের ছেলে আব্দুল জলিল (৫৫), কাঁঠালবাড়িয়া এলাকার সামসুদ্দিনের ছেলে রয়েল হোসেন অপুকে (৩২) চারদিন, কেশবপুরের মৃত লিটনের ছেলে মুরসালিনকে (২৪), পাঁচ দিনের ডাঁশপুকুরের মৃত হাবিবুর রহমানের ছেলে আহমদ আলীকে (৩০) তিন দিনের, নিয়ামপুরের আকেজীগঞ্জের আমিরুল ইসলামের ছেলে মো. সোহেল রানা (২৪) তিন দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আসামীরা দীর্ঘদিন যাবত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং হাসপাতালের আশ-পাশ এলাকায় অবস্থান করে সাধারণ মানুষের নিকট নিজেদেরকে হাসপাতালের এবং ডাক্তারদের কাছের লোক বলে পরিচয় প্রদান করে। রোগীদের উন্নত চিকিৎসার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেয়। রাজশাহী মেডিকেলে অল্প খরচে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেওয়ার আশায় রোগীদের স্বজনদের নিকট হতে টাকা হাতিয়ে নেয়। সরকারি আম্বুলেন্সে যাতায়াত করায় দেওয়ার কথা বলে রোগীদের স্বজনদের নিকট হতে বিভিন্ন অঙ্কের টাকা নেয়। এছাড়াও বিভিন্ন ভাবে রোগীদের হয়রানিমূলক কর্মকা-সহ রোগীদের এবং রোগীর স্বজনদের নিকট হতে হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে অর্থ নেয়।

এছাড়াও অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে আল শেফা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. ডাবলুকে ৫০ হাজার টাকা অর্থদ-, রাজশাহী কিডনি ডায়ালাইসিস এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর মালিক বাচ্চু রহমানকে ২০ হাজার টাকা অর্থদ- ও মেডিকো ডায়াগনস্টিক সেন্টারের মালিক উম্মে মনিরাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সানবিম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। আসামীদের বিরুদ্ধে দ- বিধি- ১৮৬০ এর ১৮৮ ধারায় বিচার করতঃ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদ- প্রদান করেন এবং আসামীদের রাজশাহী কারাগারে প্রেরণ করা হয়েছে বলে র‌্যাব জানায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ