রামেক শিক্ষক সমিতির উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনার

আপডেট: আগস্ট ১০, ২০১৭, ১:৩১ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


রাজশাহীতে ডায়াবেটিক সম্পর্কে ধারণা ও সন্তান ধারণে থায়রয়েড রোগের চিকিৎসা এবং স্ট্রয়েড এর ব্যবহার ও অপব্যবহার বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শিক্ষক সমিতির উদ্যোগে ডা. কাইসার রহমান চৌধুরী অডিটরিয়ামে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন, বিএমএ রাজশাহীর সাধারণ সম্পাদক ডা.নওশাদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামেক অধ্যক্ষ ডা. আনোয়ার হাবিব। বিশেষ অতিথি ছিলেন, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, রামেক উপাধক্ষ ডা. মহিবুল হাসান, রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম, বিএমএ রাজশাহীর সভাপতি ডা.এ বি সিদ্দিকী, ডা.মনসুর রহমান, ডা.চিন্ময় কান্তি দাস ও ডা. মাহবুবুর রহমান খান বাদশা। অনুষ্ঠানে আধুনিক চিকিৎসা সম্পর্কে চিকিৎসকদের সামনে তুলে ধরেন বাংলাদেশ এন্ড্রোক্সাইন সোসাইটির সভাপতি ডা. ফারুক পাঠান, ডা. শাহজাদা সেলিম, ডা. কামরুল হাসান, ডা. জাহিরুল হক, ডা. হাফিজুর রহমান, ডা. ইমতিয়াজ মাহবুব প্রমুখ।