শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, ১৩ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বহির্র্বিভাগের বিভাগের সামনে থেকে দুই জন দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা দীর্ঘ দিন ধরেই মিথ্য প্রলোভন দেখিয়ে হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নিয়ে যেতেন। গতকাল রোববার সকালে রাজপাড়া থানার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নগরীর বহরমপুর এলাকার পিঙ্কু (৩০) ও মতিহার থানা এলাকার শাহজাহান (২৭)। নগরীর রাজপাড়া থানার (ওসি) মাজহারুল ইসলাম জানান, আটককৃতরা রাজশাহী নগরের বাসিন্দা। আটককৃতদের প্রাথমিক জিঙ্গাসাবাদে রোগী ধরার দালাল চক্রের সন্ধান পাওয়া গেছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। এছাড়া আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।