সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পুরনো মালামালের স্তুপে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুর একটার দিকে হাসপাতালের ভেতরে স্টোর রুমের সামনে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রামেক হাসপাতালের কর্মচারীরা স্টোর রুমের সামনে উচ্ছ্বিষ্ট দ্রব্য পোড়াচ্ছিলেন। এ সময় সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালের পুরনো কাপড়, ভেঙে যাওয়া টেবিল-চেয়ারসহ বিভিন্ন মালামালের স্তুপে। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে।
রাজশাহী সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, তারা প্রায় ১০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে তেমন কোনো ক্ষতি হয়নি বলেও জানান তিনি।