রামেক হাসপাতালে ওয়েবসাইটের উদ্বোধন

আপডেট: ডিসেম্বর ১১, ২০১৬, ১২:০৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিজস্ব ওয়েব সাইট-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংসদ ফজলে হোসেন বাদশা ব্যবস্থাপনা কমিটির সভা শেষে এ ওয়েব সাইট’র উদ্বোধন করেন।
এটি বাংলাদেশের মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে প্রথম পূর্নাঙ্গ ওয়েব সাইট। এর ঠিকানা িি.িৎসপয.মড়া.নফ.। সভায় সভাপতি সংসদ সদস্য বাদশা চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, সরকারের ভাবমূর্তি রক্ষার্থে ভালো চিকিৎসা সেবা প্রদান করার জন্য চিকিৎকসদের প্রতি আহ্বান জানান। এসময়, সংরক্ষিত আসনের সাংসদ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য বেগম আকতার জাহান, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলামসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় হাসপাতালের উন্নয়নসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ