রামেক হাসপাতালে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু

আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৪, ২:৪৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। যা এ বছরের প্রথম মৃত্যু। গেল বছরে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮ জন মারা যায়।

শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই রোগীর নাম শাকিলা (২০)। তার বাড়ি রাজশাহীর বাগমারা এলাকায়।

মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ^াস। তিনি জানান, ১৬ সেপ্টেম্বর ডেঙ্গুজ্বরসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন শাকিল। শারীরিক অবস্থার জটিল আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরপর শনিবার দিবাগত রাতে মারা যান শাকিলা।

তিনি আরও জানান, শাকিলা ভর্তি হওয়ার পর থেকে হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। কিন্তু তার উপসর্গগুলো জটিল হওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি। শাকিলা স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় ১৯জন চিকিৎসা সেবা নিচ্ছেন।

২০২২ সালে মোট ৫২৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন এই হাসপাতালে। এদের মধ্যে ৫২৩ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ছয়জন। তবে ভয়াবহ সময় পার করেছে ২০২৩ সালে। এ বছরে পাঁচ হাজার ৪৩১ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

এদের মধ্যে রাজশাহী জেলার আক্রান্ত ছিলেন চার হাজার ১৯৮ জন। এর মধ্যে আবার সবচেয়ে বেশি রোগী ছিল চারঘাট ও বাঘা উপজেলার। মহানগরের রোগী ছিল তুলনামূলকভাবে কম। মৌসুমটিতে রামেক হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন পাঁচ হাজার ৩৯৩ জন। মারা গেছেন ৩৮ জন।

ডা. শঙ্কর কে বিশ^াস জানান, প্রায় প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীরা আসছে হাসপাতালে। আসতে আসতে রোগীর চাপ বাড়ছে। গত দুই বছর ডেডিকেটেড ওয়ার্ড খোলা হয়েছিল। রোগী আরও বাড়লে এবছরও আলাদা ওয়ার্ড খোলা হবে।#

এ বিভাগের অন্যান্য সংবাদ