রামেক হাসপাতালে ভর্তি অসুস্থ আ’লীগ নেতা বেন্টু

আপডেট: আগস্ট ১৯, ২০১৭, ১২:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


নগর আ’রেিগর সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টুকে হাসপাতালে দেখতে যান সাধারণ সম্পাদক ডাবলু সরকার-সোনার দেশ

রাজশাহী মহানগর আওয়ামী লীগ নেতা আজিজুল আলম বেন্টু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার সকালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হন। তিনি বর্তমানে হাসপাতালের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল আলম বেন্টু রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি রাজপাড়া থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এবং সামাজিক সংগঠন আমরা নতুন প্রজন্মের প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা।
আজিজুল আলম বেন্টুর অসুস্থ হওয়ার খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে যান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি ও অসুস্থ আজিজুল আলম বেন্টুর বড় ভাই রবিউল আলম বাবুসহ তার শুভাকাঙ্খিরা।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি রবিউল আলম বাবু হাসপাতালে গিয়ে আজিজুল আলম বেন্টুর পাশে কিছু সময় কাটান এবং চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় তারা আজিজুল আলম বেন্টুর আশুরোগমুক্তি কামনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ