মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় হারুন শেখ (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। হারুন নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা এলাকার মৃত কাশেম শেখের ছেলে।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, হারুন মাদক মামলার আসামি ছিলেন। গত ১৪ জানুযারি থেকে তিনি কারাবন্দী ছিলেন। শ্বাসকষ্টের কারণে গত সোমবার তাকে রামেক হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান। তিনি জানান, ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।