সোমবার, ৮ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ২৩ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিয়ারুল ইসলাম (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জিয়ারুল নগরীর মতিহার থানা এলাকার হোসেন আলীর ছেলে। তিনি মাদকসেবনের অভিযোগে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন বলে জানিয়েছেন কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান।
তিনি জানান, কারাগারে মাদকসেবন করতে না পেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।