রামেক হাসপাতাল থেকে নারীসহ ৫ দালাল আটক

আপডেট: জুলাই ২৭, ২০১৭, ১:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ থেকে নারীসহ ৫ দালালকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে ডিবি পুলিশের একটি দল রামেক হাসপাতালের আউটডোরে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলো, নগরীর চন্ডিপুর কদমতলা মোড় এলাকার তারা মিয়ার ছেলে দেলোয়ার হোসেন টনি (২৫), ডিঙ্গাডোবা নিমতলা মোড় এলাকার আকতারুলের ছেলে কবির হোসেন (৩২), বহরমপুর এলাকার মৃত পরামানিকের ছেলে আনিস (২৭), সিপাইপাড়া এলাকার মৃত মন্টুর ছেলে ইমন রায় (২৩) ও নগরীর আলিনগর এলাকার তাজিমুলের স্ত্রী মুসলেমা (৩৫)। এরা সবাই নগরীর লক্ষ¥ীপুর রামেক হাসপাতাল আউটডোরের পাশে অবস্থিত নি¤্নমানের আলট্রাপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারের পেশাদার দালাল বলে জানা গেছে। এরা সবাই বাইরে থেকে রামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগিদের ধরে নি¤্নমানের আলট্রাপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে বেশি টাকা নিয়ে নেয়। তবে এই ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট হাসপাতালের চিকিৎসকরা দেখেন না। যার কারণে এখানে রিপোর্ট করালেও পুনরায় রোগিদের রিপোর্ট করতে হয়। দুই বার রিপোর্ট করার কারণে তাদের দ্বি-গুণ টাকা খরচ হয়। দালালির পাশাপাশি এরা রোগিদের সাথে প্রতারণা করে বলেও অভিযোগ রয়েছে।
জানা গেছে, বুধবার সকালে ডিবি পুলিশের এসআই জোবায়ের সঙ্গীয় ফোর্সসহ রামেক হাসপাতালের আউটডোরে প্রবেশ করে একে একে হাতেনাতে নারীসহ ৫ জন রোগি ধরা দালালকে আটক করে নিয়ে যায়।
এরা সবাই আলট্রাপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারের দালাল বলে স্থানীয়রা জানিয়েছে। এই প্রতিষ্ঠানের প্রায় শতাধিক দালাল রয়েছে। প্রতিষ্ঠানটি দালাল নির্ভর। নিজ ইচ্ছায় কোন রোগি সেখানে পরীক্ষা-নিরীক্ষা করাতে যায় না। দালালের কাছে প্রতারিত হয়ে সেখানে পরীক্ষা করাতে বাধ্য হয় বলেও আরো অভিযোগ রয়েছে। মাঝে মধ্যেই এই ডায়াগনস্টিকের দালাল পুলিশের হাতে আটক হয়।
এ বিষয়ে এসআই জোবায়ের বলেন, হাসপাতাল থেকে দালালদের আটক করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ডিবি পরিদর্শক রাশেদ বলেন, নারীসহ ৫ জন দালালকে আটক করা হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আল আমিন বলেন, ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫ দালালকে আটক করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ