সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে সাতজন করোনা করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সাতজনের করোনা পজিটিভ হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস তিনি জানান, তাদের ল্যাবে এ দিন রাজশাহীর মোট ৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পজিটিভ রিপোর্ট হয়েছে সাতজন। এর মধ্যে ৪৪ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আর ৭টি নমুনা বাতিল করা হয়েছে।