রামেক হোস্টেল মাঠে ১ম শহিদ এএইচএম কামারুজ্জামান টি-২০ ক্রিকেট শুরু

আপডেট: মার্চ ১৬, ২০১৭, ১২:৪৭ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক



শহিদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি সংঘর অর্থায়নে ও মকলেস রায়হান স্মৃতি সংঘের আয়োজনে গতকাল বুধবার থেকে রাজশাহী মেডিকেল কলেজ হোস্টেল মাঠে শুরু হয়েছে ১ম শহিদ এএইচএম কামারুজ্জামান টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আসর।
উদ্বোধনী দিনে জিতেন স্মৃতি ৩৫ রানে আমনুরা ক্রিকেট দলকে হারায়। টসে জিতে জিতেন ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ শুভ ৫০ ও বিগলু ১৩ রান করে। বিপক্ষে মিজান ২০ রানে ৫টি ও হারুন ২২ রানে ৩টি উইকেট নেন। জবাবে আমনুরা ব্যাট করতে নেমে ১৯ ওভােের সবকটি উইকেট হারিয়ে ১১০ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ কাউম ২৭ ও সুমন ২০ রান করে। বিপক্ষে মিম ১৮ ও শুভ ২৩ রানে ২টি করে উইকেট নেন।
এদিকে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র ও শহীদ কামারুজ্জামানের ছেলে এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ বিভাগের অন্যান্য সংবাদ