রাষ্ট্রপতি সুপারিশের বাইরে যাবেন না, প্রত্যাশা বিশিষ্টজনদের বৈঠকে

আপডেট: ফেব্রুয়ারি ২, ২০১৭, ১২:১০ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


যাচাই বাছাই শেষে সার্চ কমিটি নতুন ইসি গঠনে যেসব নাম সুপারিশ করবে, রাষ্ট্রপতি তার বাইরে যাবেন না বলে প্রত্যাশা এসেছে বিশিষ্টজনদের সঙ্গে আলোচনায়।
বুধবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে চার বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির সদস্যদের এই মতবিনিময়ের পর ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, “উনারা নাম দেবেন, আমরা আশা করব, উনারা যে নাম দেবেন, তার বাইরে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি যাবেন না। এটা আমাদের এক্সপেকটেশন… যদি যায়, তখন কী হবে? এটাওতো একটা প্রশ্ন।
“আমাদের সবার প্রত্যাশা হচ্ছে এই কমিটির সাকসেসফুল হবে, তাদের যে কটি নাম, তার বাইরে সরকার যাবে না।”