রাষ্ট্ররে র্সবস্তরে র্পূণাঙ্গ দ্বীন বাস্তবায়নে ওলামা সমেনিার অনুষ্ঠতি

আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ৯:১০ অপরাহ্ণ

সংবাদ বজ্ঞিপ্তি


সীরাতুন্নবীর (সাঃ) আলোকে সমাজ ও রাষ্ট্ররে র্সবস্তরে র্পূণাঙ্গ দ্বীন বাস্তবায়নে করণীয় র্শীষক ওলামা সমেনিার অনুষ্ঠতি হয়ছে। বৃহস্পতবিার (৩১ অক্টোবর) নগরীর কাদরিগঞ্জ এলাকায় একটি কনভনেশন সন্টোরে এই সমেনিার অনুষ্ঠতি হয়।

জাতীয় ওলামা মাশায়খে আইম্মা পরষিদ, রাজশাহী জলো শাখার উদ্যোগে জলো সভাপতি আলহাজ্ব মাওলানা আহমাদুল্লাহ এর সভাপতত্বিে সমেনিারে প্রধান আলোচক হসিবেে উপস্থতি ছলিনে জাতীয় ওলামা মাশায়খে আইম্মা পরষিদরে কন্দ্রেীয় সাধারণ সম্পাদক মুফতি রজোউল করীম আবরার। প্রধান অতথিি ছলিনে রাজশাহী বশ্বিবদ্যিালয়রে ইসলামীক স্ট্যাডজি বভিাগরে অধ্যাপক ড. মাওলানা শখে তয়ৈবুর রহমান নজিামী।

সমেনিারে বশিষে অতথিি হসিবেে উপস্থতি ছলিনে, জাতীয় ওলামা মাশায়খে আইম্মা পরষিদ এর কন্দ্রেীয় সহ-সাধারণ সম্পাদক হাফজে মাওলানা কামাল উদ্দনি সরিাজ, রাজশাহী বশ্বিবদ্যিালয়রে আরবী বভিাগরে অধ্যাপক ড. মাওলানা আবু সালহ্ েমোহাম্মদ ত্বহা, আল জাময়িা আল ইসলামীয়া মাদরাসা, রাজশাহী’র শায়খুল হাদীস ও মুহতামমি আলহাজ্ব মুফতি নূর মোহাম্মদ, মুহাদ্দসি মাওলানা ফজলুল করীম, রাজশাহী দারুস সালাম কামলি মাদরাসার ভারপ্রাপ্ত প্রন্সিপিাল মাওলানা মোহাম্মদ জাকরি হোসাইন, মুসরইল শাহ সামাদ হাফজেয়িা ক্বওমি মাদরাসার মুহ্তামমি মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান দদিারী, জাময়িা ইসলামীয়া শাহ্ মখদুম (রঃ), রাজশাহী’র ভারপ্রাপ্ত মুহতামমি আলহাজ্ব মাওলানা আব্দুল খালকে, জাময়িা ক্বওময়িা মহলিা মাদরাসা, রাজশাহী’র প্রন্সিপিাল মাওলানা হোসাইন আহমদ, বশিষ্টি ব্যবসায়ী ও সমাজসবেক আলহাজ্ব আব্দুল্লাহলি কাইয়ুম শাহ্, ডা. আমনিুল ইসলাম কটন, জাময়িা আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ), রাজশাহী’র মুহতামমি মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ তালহাসহ ইসলামী আন্দোলন বাংলাদশে, রাজশাহী জলো, মহানগর ও সহযোগী সংগঠনরে নতেৃবৃন্দ।