রাষ্ট্রের উন্নয়নে গণমাধ্যম ভূমিকা রাখছে : লিটন

আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০১৭, ১২:২৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



কমিউনিটি বেতার রেডিও পদ্মা ৯৯.২ এফএম এর বর্ণাঢ্য মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাষ্ট্রের উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মুহুর্তের মধ্যে জনগণের কাছে পৌছে দিচ্ছে ঘটে যাওয়া তথ্য। সংবাদ পরিবেশনে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন পোর্টালগুলো খুব আন্তরিক। তাৎক্ষণিক ঘটনার আপডেট করতে সক্ষম হচ্ছে। রাজশাহী অঞ্চলের সর্বস্তরের মানুষের আর্থ-সামাজিক অবস্থা, দেশজ সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বস্তনিষ্ঠভাবে তুলে ধরতে রেডিও পদ্মা অনন্য ভূমিকা রেখে চলেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর লালন শাহ মুক্তমঞ্চে রেডিও পদ্মার অফিসিয়াল ওয়েবসাইট (িি.িৎধফরড়ঢ়ধফসধ.ভস) এবং মোবাইল আ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে গল্পের হাট-৫ এর পাঠ উন্মোচন এবং গানের অ্যালবাম অনুসূর্যের গান এর শ্রুতিও উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) সরদার তমিজউদ্দীন আহমেদ, রেডিও পদ্মা’র চেয়ারপার্সন অধ্যাপক মশিহুর রহমান, প্রধান সমন্বয়কারী জিএম মুরতুজা ও স্টেশন ম্যানেজার শাহানা পারভীনসহ নগরীর গুণী ব্যক্তিবর্গ।
বিকেল থেকেই বর্ণাঢ্য এই অনুষ্ঠানে গান ও কমেডি পরিবেশন করেন, এ প্রজন্মের গুণী শিল্পী এহসান রাহী, পাভেল, আরসি ও স্বরব্যঞ্জ ব্যান্ডসহ গুনীশিল্পীরা। অনুষ্ঠানে রেডিও পদ্মা’র সাবেক ও বর্তমান কলাকুশলীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ