রাসিক’র দায়িত্ব বুলবুলকে বুঝিয়ে দিতে মন্ত্রণালয়ের নির্দেশ

আপডেট: মার্চ ৩১, ২০১৭, ১২:৪২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


মোসাদ্দেক হোসেন বুলবুলকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। ২৭ মার্চ এ সংক্রান্ত একটি চিঠি স্বাক্ষর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (সিটি কর্পোরেশন-২ শাখা) উপসচিব মাহমুদুল আলম।
মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, মোসাদ্দেক হোসেন বুলবুল কর্তৃক  হাইকোর্ট বিভাগে দায়েরকৃত ৫৫১২/২০১৫ নং রিট পিটিশনের প্রেক্ষিতে আদালত থেকে  প্রদত্ত আদেশ এবং আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে দায়েরকৃত লিভ টু আপিল মামলা নম্বর-৩৬১৮/২০১৬ এবং ৩৬০৪/২০১৬ এর প্রেক্ষিতে গত ৫ মার্চ ২০১৭ আপিল বিভাগ প্রদত্ত নির্দেশনা সঠিকভাবে পালনের জন্য নির্দেশ দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের এ আদেশটি রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র ও নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মোসাদ্দেক হোসেন বুলবুলের ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল মাহমুদ কালাম বিপ্লব বলেন, গত ২৭ তারিখে আদেশটি স্বাক্ষর হয়েছে। আজকের মধ্যে রাসিকে পৌঁছে যাওয়ার কথা আর যদি না পৌঁছে তাহলে রোববার পৌঁছাবে। সেদিন দায়িত্ব বুঝে নেয়ার জন্য সিটি করপোরেশনে যাওয়া হবে।
গতকাল রাতে চিঠিটি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শরিফ উদ্দিন। তিনি বলেন, এ সংক্রান্ত চিঠিটি হাতে এসেছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, গত বছর হাইকোর্ট বিভাগ বুলবুলের পক্ষে রায় দিলে তার বিপক্ষে আপিল বিভাগে আবেদন করা হয়। কিন্ত গত ৫ মার্চ আপিল বিভাগ মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে রায় বহাল রাখেন। এর আগে সিটি করপোরেশনের মেয়র বুলবুলের নামে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে মন্ত্রণালয় সাময়িকভাবে তাকে বহিস্কার করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ