বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
নগরীতে অনুনমিত সাইন বোর্ড জব্দ করেছে রাসিকের ভ্রাম্যমান টিম। গতকাল মঙ্গলবার সকালে অলোকার মোড় হতে ট্রান্সকম বেভারেজ কোমল পানীয় সেভেন আপের ১৮টি এবং বিন্দুর মোড় হতে সিকমা মোবিল কোম্পানীর ১২টি সপ সাইন বোর্ড জব্দ করেছে রাসিকের ভ্রাম্যমান টিম। দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসময় সাইনবোর্ড বহনকারী একটি ট্রাকও আটক করা হয়। অভিযান কালে রাসিকের লাইসেন্স বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। চলমান এ অভিযান অব্যাহত থাকবে