রাসিকের ওয়ার্ডের সচিবদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ২১, ২০২৩, ৮:২৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


ওয়ার্ড পর্যায়ে রাসিকের কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডের সচিবদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে নগরভবনের সরিৎ দত্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের সচিব মো. মোবারক হোসেন। মতবিনিময় সভায় ওয়ার্ড সচিবগণ ওয়ার্ডের বিভিন্ন কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে সচিব বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে পরিচ্ছন্নতা, আলোকায়ন, পরিবেশ, ইপিআই, জন্ম নিবন্ধনে রাজশাহীর সুনাম সর্বত্র। রাজশাহী আজ দেশের উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশের ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে রাজশাহী নানা সূচকে এগিয়ে। আর মাঠপর্যায়ে এটি বাস্তবায়নে ওয়ার্ড কাউন্সিলর ও সচিবদের অবদান অনস্বীকার্য। আমাদের সেই সুনাম অক্ষুন্ন রাখতে হবে। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তবেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।

মতবিনিময় সভায় রাসিকের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা, নাদিরা বেগম, সহকারী সচিব শমসের আলী, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন সহ সকল ওয়ার্ডের সচিবগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ