রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি করপোরেশনের ক্যামেরাপারশন এবং রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য রবিউল আনোয়ার টমি আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। স্ট্রোকসহ দীর্ঘদিন থেকে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি।
তিনি রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রবিউল আনোয়ার টমির জানাজা মঙ্গলবার বেলা ১১টায় টিকাপাড়া মহানগর ইদগাঁ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে টিকাপাড়া গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
ক্যামেরাপারশন রবিউল আনোয়ার টমির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এক শোক বিবৃতিতে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন রাসিক মেয়র।
রবিউল আনোয়ার টমির শোক প্রকাশ করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানজিমুল হক। তারা রবিউল আনোয়ার টমির আত্মার মাগফিরাত ও শোাকহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
রবিউল আনোয়ার টমির মৃত্যুতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক সামাদ খানসহ সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সকল সাধারণ সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছে। এক শোক বিবৃতিতে মরহুমের বিদেহী রুহ এর মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।