শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী সিটি করপোরেশনের পানি ও বিদ্যুৎ স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেয়র সম্মেলন কক্ষে কমিটির সভাপতি ও ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো আবু বাক্কার কিনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, কমিটির সদস্য ও ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সোবহান লিটন, কমিটির সদস্য ও ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. টুটুল, কমিটির সদস্য ও ৯ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর নুরুন্নাহার বেগম, ২ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর নাসিরা খানম, ৬ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর মমতাজ মহল লাইলী, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুনজুর হোসেন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) রেয়াজাত হোসেন রিটু, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ওয়ালিদ হাসান মাহমুদ। সভায় নগরীর আলোকায়ন ব্যবস্থার উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।