রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী সিটি করপোরেশনের বর্ধিত ট্যাক্স আদায়ের প্রতিবাদে এবার মাঠে নেমেছেন ব্যবসায়ীরা।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে সাহেববাজার, জিরোপয়েন্ট, আরডিএ মার্কেটসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীদের কাছে এ বিষয়ে লিফলেট বিতরণ করেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।
এসব ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র রাজশাহীবাসীদের কথা দিয়েছিলো যে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি, সাইনবোর্ড ফি ইত্যাদি সহনীয় মাত্রায় নিয়ে আসা হবে। কিন্ত তিনি তা করেন নি। এর কারণে রাজশাহীবাসী ভোগান্তির মুখে পড়েছে।
এছাড়া, রাসিকের নির্মানাধীন মার্কেটগুলোর নির্মাণ কাজ শেষ করে ব্যবসায়ীদের বুঝিয়ে দেয়া, বড় কুঠির ময়লা ভাগাড়টি স্থানান্তর করা, গ্যাস সংযোগ ও পানির সংযোগ দেয়ার সময় ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামত করার আহ্বান জানানো হয়।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি ও রাজশাহী নাগরিক সমন্বয় কমিটির আহ্বায়ক মো. শামসুদ্দিন, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও রাজশাহী নাগরিক সমন্বয় কমিটির সদস্য সচিব সেকেন্দার আলী, রাজশাহী বেনেতি ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর আলী, মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, চেম্বার অব কমার্সের পরিচালক শেখ রেজাউর রহমান দুলাল, রেস্তোরা মালিক সমিতির সম্পাদক সাইফুল ইসলাম টুকু, ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, আরডিএ মার্কেট কমিটির সহসভাপতি আজম আলী, আসক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আউব আলী তালুকদার, খান মার্কেটের সাধারণ সম্পাদক জিয়াউল হক প্রমুখ।