রাসিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ৬, ২০১৭, ১২:০৪ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি



রাসিকের উন্নয়ন সেবাসহ বিভিন্ন কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বহুতল বাণিজ্যিক ভবন, রাস্তা, ড্রেন নির্মাণ, অবৈধ উচ্ছেদ, পরিচ্ছন্ন বিভাগের কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় রাসিকের প্যানেল মেয়র-২ একেএম রাশেদুল হাসান টুলু, প্যানেল মেয়র-৩ তাহেরা বেগম মিলি, অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটি সভাপতি ও ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক হোসেন (রতন), বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি  ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ও ৭ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাজমা খাতুন, নগর পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, হিসাব নিরীক্ষা ও রক্ষণ স্থায়ী কমিটির সভাপতি ও ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সামাদ, পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান, ক্রীড়া ও সংস্কৃতি স্থায়ী কমিটির সভাপতি ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহাবুবুল হক পাভেল, বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ স্থায়ী কমিটির সভাপতি ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, দুর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, গোরস্থান, ঈদগাহ, শ্বশান ঘাট ব্যবস্থাপনা ও ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মুনজুর হোসেন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান, সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ স্থায়ী কমিটির সভাপতি ও ২৯নং ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান আলী, প্রতিবন্ধী কল্যাণ ও উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি ও ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মমতাজ মহল, শিক্ষা উন্নয়ন ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন, নগর পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটির সদস্য ও ৩ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর, মুসলিমা বেগম বেলী, দুর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত ২ আসনের কাউন্সিলর নাসিরা খানম, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, সচিব খন্দকার মাহাবুবুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, নির্বাহী প্রকৌশলী গোলাম মুর্শেদ, নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম, নির্বাহী প্রকৌশলী  রেয়াজাত হোসেন রিটু, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ঈ-সাঈদ ও বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ