রাসিকের হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে গণঅনশন ১৪ জানুয়ারি

আপডেট: জানুয়ারি ৪, ২০১৭, ১১:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে এবার গণঅনশণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সাহেববাজার বড় মসজিদের সামনে আগামি ১৪ জানুয়ারি সকাল ৯টা থেকে এই কর্মসূচি পালন করা হবে। এতে নগরবাসীকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
রাসিকের বর্ধিত হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি বাতিলের দাবিতে আন্দোলনরত রাজশাহী নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদ এই কর্মসূচি ঘোষণা করেছে। এই লক্ষ্যে মহনগরীর সোনাদিঘির মোড়ের নিজস্ব কার্যালয়ে গতকাল বুধবার বেলা ১১টায় সংগঠনটির পক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন, রাজশাহী নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক। এ সময় সংগঠনের সদস্য সচিব ফরিদ মাহমুদ হাসান, প্রচার সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুন-উর-রশিদসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট এনামুল হক বলেন, গত ১১ ডিসেম্বর একই দাবিতে মহানগর এলাকায় অধাবেলা হরতাল পালন করা হয়েছে। কিন্তু এরপরও রাজশাহী সিটি করপোরেশনের টনক নড়ে নি। তারা তাদের সিদ্ধান্তে এখনও অটল রয়েছে। কারও সঙ্গে আলোচনারও প্রয়োজন মনে করেন নি।
ওই সময় হুঁশিয়ারি উঁচ্চারণ করে সংগঠনটির পক্ষে বলা হয়েছিল এই দাবি না মানলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। তাই ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এবার গণঅনশন কর্মসূচি ঘোষণা করা হলো। আগামী ১৪ জানুয়ারি সকাল ৯টা থেকে মহানগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে এই কর্মসূচি পালন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ