রাসিকের হোল্ডিং মালিকদের সঙ্গে মতবিনিময়

আপডেট: জানুয়ারি ১৭, ২০১৭, ১২:০৭ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি



রাজশাহী সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ারের কর পরিশোধ বিষয়ে হোল্ডিং মালিকগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে নগর ভবন সরিৎ দত্তগুপ্ত নগর সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী সিটি করপোরেশনের দয়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম।
এসময় উপস্থিত ছিলেন, রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুস্তাক হোসেন রতন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব খন্দকার মাহাবুবুর রহমান, রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ। আলোচনায় অংশগ্রহণ করেন, আক্কাশ আলী, মিনহাজুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ।