রাসিকের ১৫ নম্বর ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ শুরু

আপডেট: আগস্ট ১১, ২০১৭, ১২:৫৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৫ নম্বর ওয়ার্ডে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। নগরীর উপশহরে এএইচএম কামারুজ্জামান সরকারি কলেজ কেন্দ্র থেকে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করছেন নির্বাচন অফিসের কর্মকর্তারা। আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন স্মার্ট কার্ড প্রদান করেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন, বোয়ালিয়া থানা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ। এ সময় তিনি উপশহর স্যাটেলাইট টাউন হাইস্কুলের প্রধান শিক্ষক তারিকুল ইসলামসহ এলাকার মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্টকার্ড তুলে দেন। উদ্বোধনের সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুস সোবহান লিটন উপস্থিত ছিলেন।
স্মার্টকার্ড বিতরণের দায়িত্বপ্রাপ্ত কর্মী জাকির হোসেন জানান, এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৫৩ জন। আগামি ১৬ আগস্ট পর্যন্ত এ ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশ দিয়েই নিজেদের স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবেন এলাকার ভোটাররা।

এ বিভাগের অন্যান্য সংবাদ