মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের আয়োজনে ‘সেবা নিব সেবা জানবো নাগরিক অধিকার নিশ্চিত করবো’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে কর্মরত কর্মচারীদের শ্রেষ্ঠ কর্মী নির্বাচন ও বার্ষিক মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপি রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী কবি কুঞ্জ সধারণ সম্পাদক মোঃ আরিফুল হক কুমার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ.কে.এম আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক, রাজশাহী জেলা আওয়ামী লীগ, গোলাম সারোয়ার স্বপন, প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মজিদ মেমোরিয়াল একাডেমীআলহাজ¦ নুরুল হক, সাধারণ সম্পাদক, দিগন্ত প্রসারী সংঘ,
আলহাজ্ব এ.কে মাসুদ, সাবেক সভাপতি, লায়ন্স ক্লাব অব রাজশাহী, মনোয়ার হোসেন সেলিম, সভাপতি, গভর্নিং, বডি রাজশাহী কোর্ট কলেজ, বজলুর রহমান রতন, সহ-সভাপতি, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স এ্যাসোসিয়েশন, বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, চেয়ারম্যান, ৪নং হরিপুর ইউপি, সুব্রত কুমার পাল, সুশাসন বিশ্লেষক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সাবেক সভাপতি, কর্মচারী ইউনিয়ন রাসিক, তানজির হোসেন দুলাল, সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ আ.ক.ম তাবারিয়া চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান, মোঃ তফিকুল ইসলাম, কাউন্সিলর, জেলা পরিষদ রাজশাহী, আলহাজ্ব মাইনুল ইসলাম, অবঃ সহকারী সেটেলমেন্ট, কর্মকর্তা, রফিকুল হক সেন্টু, সভাপতি, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব।
অত্র ওয়ার্ডে কর্মরত কর্মচারীদের বিগত বছরের কাজের মূল্যায়ন করে ওয়ার্ডে তিনটি ক্ষেত্রে (অফিস কর্মী, ঝাড়ুকর্মী, পরিচ্ছন্ন কর্মী) কর্মীদের শ্রেষ্ঠ কর্মী হিসাবে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়েছে। এছাড়া সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় ৬জনকে সম্মাননা করা হয়েছে। অনুষ্ঠানে বার্ষিক বনভোজনে অনুষ্ঠিত হয়।