বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী সিটি করপোরেশনে বিগত দিনে মৃত্যুবরণকারী রাসিকের সাবেক মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের আতœার মাগফেরাত কামনায় শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরভবন সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম। সভাপতির বক্তব্য দিতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত মেয়র বলেন, জন্ম ও মৃত্যু মানুষের অবিচ্ছেদ্য। তা অস্বীকার করার কোন উপায় নাই। আর মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে। রাজশাহী সিটি করপোরেশন যাদের নিরলস প্রচেষ্টায়, মেধা, শ্রম, দক্ষতায় সূদৃঢ় কাঠামোয় দাঁড়িয়ে রয়েছে তাদের সেই কর্মের স্বীকৃতি হিসেবে এ স্মরণ সভা। আমরা তাদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চাই। তিনি বলেন, আগামী দিনে সিটি করপোরেশনের কোন কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী মৃত্যুবরণ করলে তাদের জানাজার নামাজ নগরভবন চত্বরে অনুষ্ঠিত হবে।
শোক সভায় বক্তব্য দেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব খন্দকার মাহাবুবুর রহমান, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহাম্মদ মামুন। মঞ্চে উপস্থিত ছিলেন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর মুস্তাক হোসেন রতন। বক্তব্য শেষে রাসিকের সাবেক মেয়র, সম্মানীয় কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের আতœার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, রাজশাহী সিটি করপোরেশন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী মামুনুর রশীদ। সভায় রাসিকের কাউন্সিলর, বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।