রাসিক-এর উদ্যোগে শহিদ দিবস দিবস পালিত

আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ২:৪৭ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার (২১ ফেব্রুয়ারি) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে ঐতিহাসিক ভুবনমোহন পার্ক শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন রাসিকের কাউন্সিলরবৃন্দ। এ সময় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় রাসিক নগরভবন হতে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভুবন মোহন পার্কে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন প্যানেল মেয়র-২ ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। এরপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাদিঘী জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ দেলওয়ার হোসেন।

কর্মসূচিতে রাসিকের সংরক্ষিত ওয়ার্ড নং -১ মোসাঃ তাহেরা খাতুন, সংরক্ষিত ওয়ার্ড নং -২ মোসাঃ শিউলি খাতুন, সংরক্ষিত ওয়ার্ড নং -৩ মোসাঃ সেবুন নেসা, সংরক্ষিত ওয়ার্ড নং -৪ আলতাফুন নেছা, সংরক্ষিত ওয়ার্ড নং -৫ মোসাঃ সামসুন নাহার, সংরক্ষিত ওয়ার্ড নং ৬ মোসাঃ মমতাজ মহল, সংরক্ষিত ওয়ার্ড নং -৭ সুলতানা আহমেদ সাগরিকা, সংরক্ষিত ওয়ার্ড নং -৮ মোসাঃ নাদিরা বেগম, সংরক্ষিত ওয়ার্ড-৯ মোসাঃ ফেরদৌসী, সংরক্ষিত ওয়ার্ড নং-১০ সুলতানা রাজিয়া, ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরুজ্জামান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিউর রহমান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জানে আলম খান, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্বাস আলী সরদার, প্যানেল মেয়র- ১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন,

রাসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবদুস সোবহান, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাদত আলী, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক, ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহাতাব হোসেন চৌধুরী, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরমান আলী, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ-আল-মাহামুদ লুকেন, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আকতারুজ্জামান, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আশরাফুল হাসান (বাচ্চু), ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহের হোসেন, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন সচিব মো. মোবারক হোসেন, বিজ্ঞ ম্যাজিস্টেট সাদিয়া আফরিন,

রাসিক প্রধান প্রকৌশলী নুর ইসলাম-তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ঈ-সাঈদ, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন-পরাগ, উপ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা-রঞ্জু, জনসংযোগ-কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পরিবেশ কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল-ইসলাম, চীফ কমিউনিটি-ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন, ক্রীড়া কর্মকর্তা শ্যামল পারভেজ শিমুল, ইভেন্ট ম্যানেজমেন্ট ও ট্যুরিজম শাখার ম্যানেজার ফরহাদ হোসেন আদনান সহ বিভিন্ন শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ