রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
সমঝোতা স্মারক অনুষ্ঠানে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ অন্যরা -রাসিক জনসংযোগ
রাজশাহী সিটি করপোরেশন ও বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক নগরীতে বসবাসরত হতদরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম নামে একটি কর্মসূচী গ্রহণ করছে। নগরীর নাগরিক সেবাসমূহ নিশ্চিত করার জন্য ব্র্যাক ও রাসিক যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরভবনের সিটি হলে এ উপলক্ষ্যে সমঝোতা স্মারক সম্পাদন এবং ব্র্যাক কর্মসূচী অবহিতকরণ বিষয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেন, আমার শহর আমার অহংকার। গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি ও এডুকেশন সিটি গড়ে তোলার লক্ষে সকলকে একযোগে কাজ করতে হবে। দরিদ্র্য জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে ব্র্যাকের আরবান ডেভলপমেন্ট প্রোগ্রামকে স্বাগত জানান তিনি। নগরীর বস্তি এলাকার মানুষের জীবন মান উন্নয়নে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা এবং বস্তি এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মার্কেট গড়ে তোলার জন্য ব্র্যাক কর্তৃপক্ষের নিকট আহবান জানান মেয়র।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের প্রধান কার্যালয়ের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের কর্মসূচি প্রধান হাছিনা মোশরফা, রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও ২২নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল হামিদ সরকার টেকন, পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি ও ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ। স্বাগত বক্তব্য দেন, রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক। উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে রাসিকের কাউন্সিলর, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্র্যাক ও সিডিসির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।