রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২২ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী জেলা পরিষদে গতি আনতে আনারস প্রতীকে ভোট দেয়ার জন্য ভোটারদের আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী সরকার। গতকাল শুক্রবার সারাদিন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) কাউন্সিলরদের সঙ্গে সাক্ষাত করে তাদের এই আহ্বান জানান তিনি।
গতকাল রাসিকের কাউন্সিলরদের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে নিজের জন্য ভোট প্রার্থনা করেন মোহাম্মদ আলী সরকার। কাউন্সিলররাও এ সময় তাকে ভোট দিয়ে নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন। মোহাম্মদ আলী সরকারের সঙ্গে এ দিন তার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আলী সরকার রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন। এছাড়াও তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও সার্ক চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে এবার তিনি সাবেক প্রশাসক মাহবুব জামান ভুলুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন উপলক্ষে প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।