বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণায় প্রার্থী ও সমর্থকরা মাঠে নেমে পড়েছে।
রোববার (৪ জুন) নগরীর জিন্নানগর, মান্দা কলোনি এলাকায় রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন নির্বাচনী প্রচারণা করেন।
রাসিক কর্মচারী ইউনিয়ের প্রচার মিছিল ও পথ সভা : আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন বাংলাদেশ আওয়ামী মনোনীত প্রার্থী ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী, সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বিজয়ী করতে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নের উদ্যোগে প্রচার মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে রাজশাহী কলেজ শহীদ মিনার চত্বর থেকে প্রচার মিছিল শুরু হয়। মিছিলটি সাহেব বাজার জিরোপয়েন্ট, আলুপট্টি মোড় হয়ে রাজশাহী কলেজে এসে শেষ হয়। প্রচার মিছিল শেষে রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় বক্তব্য দেন রাজশাহী সিটি কর্র্পোরেশন কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ মামুন, সাংগঠনিক সম্পাদক এস এম মহিউদ্দিন মৃদুল।
এছাড়া আগামী ২১ জুন, ২০২৩ খ্রি. তারিখ আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন-কে নৌকা প্রতীকে জয়যুক্ত করার লক্ষ্যে আজ রবিবার রাজশাহী মহানগরী বিভিন্ন ওয়ার্ডের সকল মহল্লায় গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এঁর ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জনসাধারণদের অবগত করেন।
০২ নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫.৩০টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে রানীদীঘি, হড়গ্রাম স্টেশন, নগরপাড়া, এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিক, হড়গ্রাম মহল্লা কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ, মোল্লপাড়া মহল্লা কমিটির বাদল ও বেল্লাল হোসেন সহ ওয়ার্ড ও মহল্লা কমিটির সকল নেতৃবৃন্দ।
০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কেশবপুর, নবাবগঞ্জ, বুলনপুর ও হড়গ্রাম এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিক, হড়গ্রাম মহল্লা কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ, মোল্লপাড়া মহল্লা কমিটির বাদল ও বেল্লাল হোসেন সহ ওয়ার্ড ও মহল্লা কমিটির সকল নেতৃবৃন্দ।
০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ডের রাজপাড়া মহল্লায় গনসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আনসারুল হক, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লাউসান, সাধারণ সম্পাদক তানজিম হোসেন দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু, ৪ নং মহল্লা কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, তোহাব খা, মামুনুর রহমান টিটু, ইসহাক, ভাটাপাড়া মহল্লার ওয়ালিক, নুরুদ্দীন নুরুল হোদা, আতাউর রহমান, ফজলে রাব্বী, কাইসার বিন তানজু, রোজ সহ ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।
০৭ নং ওয়ার্ড : বাংলাদেশ ডেন্টাল সোসাইটি রাজশাহী জেলার উদ্যোগে রোববার সকাল ১১টায় নগরীর ৭ নং ওয়ার্ডের পার্কের মোড় থেকে গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু এবং ডেন্টাল সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা: মো রোকনুজ্জামান (রিপন), ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগেরর্ ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম লিটন সহ ডেন্টাল সোসাইটির সদস্যবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ।
০৭ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি: বিকাল ৫টায় অত্র ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে চন্ডিপুর, ভাটাপাড়া ও শ্রীরামপুর এলাকায় গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ০৭নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সোহেল রানা ডলার, সদস্য সচিব প্রভাত রায়, শ্রীরামপুর মহল্লা কমিটির আহ্বায়ক দুলাল শেখ, চন্ডিপুর মহল্লা কমিটির আহ্বায়ক মহিউদ্দিন, ভাটাপাড়া মহল্লা কমিটির আহ্বায়ক আশরাফ আলী বাবু সহ ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দ।
০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন স্থানে গনসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আব্দুস সালেক তুহিন সহ ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।
১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫.৩০টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গণকপাড়া এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য নফিকুল ইসলাম সেল্টু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলম আলী রন্টু, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আহসান হাবীব, সহ-সভাপতি আহম্মদ আলী, সদস্য আনোয়ার আলী, সহ ওয়ার্ড ও মহল্লা কমিটির সকল নেতৃবৃন্দ।
১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫.৩০টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন মহল্লায় নৌকা প্রতীক এর লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি নাঈমুল হুদা রানা, ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি রফিক উদ্দিন আহমে সহ ওয়ার্ড ও মহল্লা কমিটির নেতৃবৃন্দ।
১৮ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫.৩০টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ডের সকল মহল্লায় ১৮ (ওয়ার্ড) নং দক্ষিণ আওয়ামী লীগ নৌকার প্রচার মিছিল। সভাপতি নুরুজ্জামান নুরু ও সাধারন সম্পাদক মজিবর রহমান গোলাম মওলা বাবু যুবলীগ মহানগর সহসভাপতি মোকলেসুর রহমান সহ অনন্য নেতৃবৃন্দ।
রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখা: রোববার সকাল ১০.৩০টায় রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখার উদ্যোগে ১৯ নং ওয়ার্ডে গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালি খান, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আকতার আলী, অতি সাধারণ সম্পাদক জয়েদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, হবি, আরিফুল সাংগঠনিক সম্পাদক মহসিন আলী, সুমন, সুজন, প্রচার সম্পাদক আজমুল হক রাজু , আরবিআর শাখার কার্যকরি সভাপতি মো আজিজুল হক, সহ-সভাপতি আয়নুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত সিনহা দেবু, সাংগঠনিক সম্পাদক ফরহাদ মজুমদার, সহ-সম্পাদক সাদিকুল, শ্রমিক নেতা আকরাম হোসেন, রাব্বি, ১৯ নং ওয়াড যুবলীগে সভাপতি মাহিন হাসান মিথুন, ১৯ (দক্ষিণ) নং আওয়ামী লীগের অন্তর্গত শিরোইল রেলওয়ে কলোনি মহল্লা কমিটি আহ্বায়ক আব্দুল হামিদ সহ রেল শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৩০ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫ টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে চৌদ্দপাই ও ফল গবেষণা এলাকায় নৌকা প্রতীক এর লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন ৩০ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান সহ ওয়ার্ড ও মহল্লা কমিটির নেতৃবৃন্দ। উন্নয়ন দৃশ্যমান এবার হবে কর্মসংস্থান এই স্লোগান সামনে রেখে এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয় করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আব্দুস সোহেল, ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালি খান, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য আবু সেলিম, নগর শ্রমিক লীগের সহ-সভাপতি মতাহার হোসেন বুলু, সহ-সাধারণ সম্পাদক সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, অর্থ সম্পাদক আফজাল হোসেন, সহ অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রুবেল, কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম (সাগর)। নেতৃবৃন্দ।