নিজস্ব প্রতিবেদক :
জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে কেন্দ্রীয় পদবি না বলায় হট্টগোলের ঘোষণা ঘটেছে। এই ঘটনায় একে অপরে নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে যান। পরিস্থিতি সামাল দিতে এক পর্যায়ে তড়িঘড়ি করে ইশতেহার প্রকাশস্থল ত্যাগ করেন মেয়র প্রার্থী স্বপন।
শনিবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় রাজশাহী মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাচনের মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন ইশতেহার ঘোষণার দিন ছিল। এই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, নগর জাতীয় পার্টির (জাপা) যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু। এসময় তিনি নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন। তবে নাম ঘোষণার সময়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা আবুল হোসেনের কেন্দ্রীয় পদ বলেননি সঞ্চালক মিন্টু। এনিয়ে নিজেদের মধ্যে হট্টগোল শুরু হয়।
আবুল হোসেন দাবি করেন, ‘তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা। তার নাম বলেননি সালাউদ্দিন মিন্টু।’ সালাউদ্দিন মিন্টু বলেন, ‘আবুল হোসেন নিজেকে উপদেষ্টা দাবি করলেও তিনি কোনো পদে নেই। ইশতেহারে তার নাম ও পদবি কোনোটাই ছিল না, তাই বলিনি।’
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শামসুদ্দিন রিন্টু বলেন, ‘আবুল হোসেনের কেন্দ্রীয় যে পদ সেটি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা। এই পদটি বলেননি সঞ্চালক সালাউদ্দিন মিন্টু। এনিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আমাদের সব সমাধান হয়েছে। আমরা সবাই এক সাথে বসে আছি।’
ইশতেহার ঘোষণার সময় এমন ঘটনায় জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন দুঃখ প্রকাশ করে বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ’র জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (এম.পি) মনোনিত প্রার্থী হিসাবে রাজশাহী সিটিকে বাংলাদেশের একটি মডেল সিটি হিসাবে গড়ে তোলাই আমার দীর্ঘদিনের স্বপ্ন। ইতোমধ্যে জাতীয় পার্টির নয় বছরের শাসনামলে আপনারা রাজশাহীর ব্যাপক উন্নয়ন দেখেছেন, আবারও নতুন সব স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে আপনাদের দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট প্রার্থনা করছি।
এর আগে ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। ইশতেহারে তিনি উল্লেখ করেন, বেকার যুবকদের কর্ম সংস্থানের লক্ষে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ধরনের শিল্প কারখানা স্থাপন করাই হবে আমার প্রথম ও প্রধান লক্ষ, সকল বাড়ির ট্যাক্স কমিয়ে সহনীয় পর্যায়ে এনে নগরবাসির কষ্ট লাঘব করবো, পাড়া-মহল্লায় পরিকল্পিতভাবে উন্নতমানের রাস্তা এবং ড্রেন নির্মাণ করা হবে, নাগরিকদের নিরাপত্তা রক্ষায় প্রত্যেক পাড়া-মহল্লার রাস্তা সহ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করে কেন্দ্রীয় সেলের মাধ্যমে সকল প্রকার অপরাধীকে আইনের আওতায় এনে অপরাধমুক্ত নগরী গড়ে তোলা হবে।
প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজিনকে সম্মানজনক ভাতা প্রদান করা হবে, প্রত্যেক মসজিদে সহিশুদ্ধ কোরআন শিক্ষার ব্যবস্থা করা হবে। প্রত্যেক মুসলিম ছেলে-মেয়েকে মসজিদে ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা করা হবে, প্রয়োজন অনুপাতে সকল ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মন্দির, গির্জা সংস্কার করা হবে, সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে একটি করে আধুনিক স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করে সিটি
কর্পোরেশনের স্থায়ী বাসিন্দাদের সন্তানদের অগ্রাধিকারের ভিত্তিতে ভর্তির ও লেখাপড়ার ব্যবস্থা করা হবে, সিটি করপোরেশনের স্থায়ী গরিব-অসহায় গর্ভবতী নারী নাগরিকদের গর্ভকাল থেকে সন্তান প্রসব পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় মেটাতে সিটি কর্পোরেশন থেকে গর্ভকালীন ভাতা প্রদান করা হবে এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, রেলওয়ে স্টেশন সহ অন্যান্য সকল সেবামূলক প্রতিষ্ঠানকে দালালমুক্ত করা হবে।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জাতীয় পার্টির রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।