রাসিক নির্বাচনে ৭ জন কাউন্সিলরপ্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট: মে ২৬, ২০২৩, ১:১১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন। বৃহস্পতিবার (২৫ মে) মনোনয়নপত্র যাচাই-বাছাই এ ৭ জন কাউন্সিলরপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া মেয়র পদে চারজন ও সংরক্ষিত আসনের ৪৬ জন সকলের মনোনয়নই বৈধ বলে ঘোষণা করা হয়েছে। মনোনয়ন যাচাই-বাছাই শেষে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

কাউন্সিলরপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়া ব্যক্তিরা হলেন, ১৭ নং ওয়ার্ডের আইয়ুব আলী, ২২ নং ওয়ার্ডের সাইফুল আজিজ, ৩০ নং ওয়ার্ডের নুরুল ইসলাম, মো. আলাউদ্দিন, ফয়সাল আহমেদ রাতুল, ১৩ নং ওয়ার্ডের মাসুদ রানা ও ২৬ নং ওয়ার্ডের আকতারুজ্জামান।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, রাজশাহী মহানগরীর ৩০ ওয়ার্ডে কাউন্সিলর পদের জন্য মনোনয়ন তুলেছেন ১৪২ জন। এর মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন ১২৪ জন। এরমধ্যে ৭ জনের বাতিল করা হয়েছে। ঋণ খেলাপী, মামলাজনিত কারণে এগুলো বাতিল করা হয়েছে।

তিনি আরও জানান, যাচাই-বাছাইয়ে বাতিল প্রার্থীরা আপিল করতে পারবেন। তারা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করবেন। ২৬ থেকে ২৮ মে আপিল করতে পারবেন। আর আগামী ১ জুন প্রার্থীতা প্রত্যাহার করার শেষ দিন। এরপর থেকে প্রার্থীরা প্রচারণায় নামবেন।
এদিকে, নির্বাচনের জন্য বৈধ প্রার্থীরা হলেন,

১ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন দুইজন। তারা হলেন, আব্দুল বাতেন বাবু ও রজব আলী।

২ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন পাঁচজন। তারা হলেন, মুখলেসুর রহমান, নোমানুল ইসলাম, ইয়াছিন সরকার, আলী রেজা ও নজরুল ইসলাম।

৩ নম্বর ওয়ার্ডে পাঁচজন। তারা হলেন, কামাল হোসেন, রফিকুল ইসলাম বাবু, মিজানুর রহমান, হাবিবুর রহমান ও মো. শামিম।

৪ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন চারজন। এদের মধ্যে রয়েছেন, আশরাফুল ইসলাম, আখেরুল ইসলাম, রুহুল আমিন, ফজলে কবীর টুটুল।

৫ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন পাঁচজন। তারা হলেন, হামিদুল ইসলাম সুজন, কেএম ইফতেখার হামিদ, কামরুজ্জামান, মাহাতাবুল ইসলাম ও মো. কামরুজ্জামান।

৬ নম্বর ওয়ার্ডে তিনজন সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, মো. নুরজ্জামান, মনিরুল ইসলাম ও বদিউজ্জামান।

৭ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন দুইজন। তারা হলেন, মতিউর রহমান ও জহিরুল ইসলাম।

৮ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন পাঁচজন। এদের মধ্যে রয়েছেন- লালমন হোসেন, এসএম মাহবুবুল হক, জানে আলম খান, শাহীদ খান ও হারুন-অর-রশিদ।

৯ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন দুইজন। এদের মধ্যে রয়েছেন- রাসেল জামান ও সাইফুল্লাহ্ শান্ত।

১০ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন পাঁচজন। তারা হলেন, মো. টনি, আমিনুল ইসলাম, রাজ্জাক আহমেদ রাজন, আব্বাস আলী সরদার, মিলু শেখ।

১১ নম্বর ওয়ার্ডে ছয়জন। তারা হলেন, রবিউল ইসলাম তজু, আবু বাক্কার কিনু, আসিফ মিয়ানদাদ, হান্নান আলী, মাসুদ রাানা, মোয়াজ্জেম হোসেন।

১২ নম্বর ওয়ার্ডে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে রয়েছে, সরিফুল ইসলাম বাবু, শিহাব চৌধুরী, মোকশেদ উল আলম। ১৩ নম্বর ওয়ার্ডে রয়েছেন আব্দুল মমিন।

১৪ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনজন। এদের মধ্যে রয়েছেন- আনোয়ার হোসেন, মো. টুটুল, মুরাদ আলী।

১৫ নম্বর ওয়ার্ডে পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে রয়েছেন- আব্দুস সোবহান, ওমর ফারুক, মোস্তাফিজুর রহমান, রেজা উন-নবী আল মামুন, আব্দুর রাজ্জাক।

১৬ নম্বর ওয়ার্ডে তিনজনের মধ্যে রয়েছেন- বেলাল আহম্মেদ, আজিম শেখ, সৈয়দ মন্তাজ আহমেদ।

১৭ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন চারজন। এদের মধ্যে রয়েছেন- শাহাদাত আলী শাহ্,মনিরুজ্জামান, শামীম রায়হান।

১৮ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ছয়জন। এদের মধ্যে রয়েছেন, জুয়েল রানা টিটু, মো. ভুট্টু, শহিদুল ইসলাম, জহুরুল ইসলাম, মোখলেসুর রহমান, মোহাম্মদ রনি।

১৯ নম্বর ওয়ার্ডে চারজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, সিরাজুল ইসলাম, তৌহিদুল হক, নুরুজ্জামান টিটো, আশরাফ হোসেন বাবু।

২০ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন একজন। তিনি হলেন, রবিউল ইসলাম।

২১ নম্বর ওয়ার্ডে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে রয়েছেন- নিযাম উল আযীম, গোলাম ফারুক, রায়হানুর রহমান।

২২ নম্বর ওয়ার্ডে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে রয়েছেন- মির্জা পারভেজ রিপন, আব্দুল হামিদ সরকার।

২৩ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল কার দুইজনের মধ্যে রয়েছেন- মাহাতাব হোসেন চৌধুরী ও মেহেদী হাসান।

২৪ নম্বর ওয়ার্ডে চারজনের মধ্যে রয়েছেন- আরমান আলী, শাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম, আতিকুর রহমান।

২৫ নম্বর ওয়ার্ডে তিনজনের মধ্যে রয়েছেন- গোলাম রাব্বানী মাসুম, আলিফ-আল-মাহামুদ লুকেন, তরিকুল ইসলাম পল্টু।

২৬ নম্বর ওয়ার্ডে সাতজন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে রয়েছেন, আখতার আহম্মেদ, , মখলেসুর রহমান খলিল, মহিউদ্দীন বাবু, মাসুদ রানা, রবিউল ইসলাম ও সারোয়ার জাহান।

২৭ নম্বর ওয়ার্ডে চারজন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে রয়েছেন- আনোয়ারুল আমিন, নুরুল হুদা সরকার, মো. মনিরুজ্জামান, সফিউর রহমান।

২৮ নম্বর ওয়ার্ডে নয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে রয়েছেন- বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী, আশরাফুল হাসান বাচ্চু, আব্বাস উদ্দিন আব্দুল্লাহ, আফজাল হোসেন, এমদাদুল হক, সান্নান সরদার, ওয়াতিন উল্লাহ, একেএম জামান জুয়েল, আব্দুস সাত্তার। সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এই ওয়ার্ডে।

২৯ নম্বর ওয়ার্ডে সাতজনের মধ্যে রয়েছেন- গিয়াস উদ্দীন, মাসুদ রানা, সাইদুর রহমান সাঈদ, জাহের হোসেন, একলাস হোসেন লাকি, আনারুল ইসলাম, আবু জাফর বাবু।

৩০ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ছয়জন। তারা হলেন, আব্দুস সামাদ, শহিদুল ইসলাম পিন্টু, সাইদুর রহমান।

রাজশাহী নির্বাচন অফিসের তথ্য মতে, রাজশাহী সিটি নির্বাচনে এবার ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন ভোটার ভোট দেবেন। এরমধ্যে নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ১৮৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। এর মধ্যে ৩০ হাজার ১৫৭ জন তরুণ-তরুণী প্রথমবারের মত তাদের ভোট দেবেন। গত বছর ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ২২ হাজার। আগামী ২১ জুন সব ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। আর রাজশাহী সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে। এবার সম্ভাব্য ১৫২টি ভোটকেন্দ্রের ১ হাজার ১৭৩টি কক্ষে ভোটগ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ