শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দ। রোববার (৫ মে) বেলা ৩টায় নগর ভবনের মেয়রের দপ্তরকক্ষে সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এ সময় রাসিক মেয়র মহোদয় নবনির্বাচিত নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান ও অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি মো. শরিফুল ইসলাম তোতা, সহ-সভাপতি মো. শাহিন খান, সহ-সভাপতি আলী এহসান তুহিন, সাধারণ সম্পাদক মো. সামাদ খান, যুগ্ম সাধারণ-সম্পাদক সোহাগ আলী, অর্থ-সম্পাদক মো. মিলন শেখ, অর্থ-সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, সাংগঠনিক ও প্রচার-সম্পাদক মো. সামিউল ইসলাম শামিম, নির্বাহী-সম্পাদক মো. রাশেদুর রহমান রাসেল উপস্থিত ছিলেন।