বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৫ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, রাজশাহী চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত নেতারা। শনিবার (৮ জানুয়ারি) বিকেলে নগর ভবনে সাক্ষাতকালে মেয়রকে ফুলেল জানান তারা। এ সময় মেয়র নতুন কমিটির নেতাদের অভিনন্দন জানান।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, রাজশাহী চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি আফাজউদ্দিন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি মিফতাহুল ইসলাম মৃধা, সহ-সভাপতি রোকনুজ্জামান, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু সাঈদ, সদস্য আলমগীর হোসেনসহ অন্যান্যরা।