রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী জামায়াতের জাকিউর রশীদ সঞ্জু

আপডেট: জুন ২১, ২০২৫, ১০:৫৯ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে মো জাকিউর রশীদ সঞ্জুকে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর। শনিবার (২১ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপাড়া থানাধীন ৬ নং ওয়ার্ড এর ইদ পুনর্মিলনী অনুষ্ঠিানে এ ঘোষনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির এডভোকেট আবু মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা আমির নুরুল ইসলাম মনি , মাওলানা সাদিকুল ইসলাম, সাবেক রাজপাড়া থানা জামায়াতের আমির রোকোন উদ্দিন, প্রবীন কর্মি মোহাম্মদ আলী মমতাজ উদ্দিন সাহাবুদ্দিন সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ। প্রধান অতিথি বলেন,ফ্যাসিষ্ট সরকারের কাউন্সিলরা মানুষের মুখ দেখে সেবা দিয়েছে এত করে বহু মানুষ নগর সেবা থেকে বঞ্চিত ছিল । তাই আমরা আমাদের জামায়াতের পরিক্ষিত স্থানীয় ছেলেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছি। এতে করে স্থানীয় লোকজনের পাশে থেকে তিনি সেবা দিবেন। এছাড়া সঞ্জু এলাকার খেলাধুলা,সামাজিক অনুষ্ঠান,হত দরিদ্র মানুষের সেবা ও করোনা কালীন সময়ে স্থানীয় যুবকদের সাথে নিয়ে সারা বছরই মানুরষর পশে ছিল এবং সহায়তা করেছে। সে কাউন্সিলর নির্বাচিত হলে সমাজের সকল মানুষের পাশে থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ