বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, ১২ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
বল টেম্পারিংয়ে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই অসন্তোষ প্রকাশ করছিলেন ফাফ দু প্লেসিস। দাবি করেছেন অবৈধ কিছু করেননি। নিজের দাবিকে আরও জোরালো করতে এবার আইসিসির রায়ের বিরুদ্ধে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক।
আবেদনের প্রেক্ষিতে দুটি ফলই আসতে পারে। হয় নির্দোষ প্রমাণিত হবেন না হলে এক ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন প্লেসিস।
গত মঙ্গলবারই তাকে বল টেম্পারিংয়ে অভিযুক্ত করে আইসিসি। এরপর থেকেই এর বিরুদ্ধে প্লেসিস যে আবেদন করবেন তা শোনা যাচ্ছিল।
এদিকে এমন ঘটনায় হতাশা প্রকাশ করেছে আইসিসি। এমনকি আইসিসির টেম্পারিং সংক্রান্ত আইন নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মন্তব্যের সঙ্গেও একমত নয় সংস্থাটি।
উল্লেখ্য, মঙ্গলবার অ্যাডিলেইডে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উন্মুক্ত শুনানিতে দোষী সাব্যস্ত হন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক প্লেসিস। তবে কোনও নিষেধাজ্ঞার বেড়াজালে বন্দি হতে হয়নি তাকে। শুধু ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। তার ম্যাচ ফির শতভাগ জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ফলে আবেদন করায় নতুন কিছু পাওয়া না গেলে বড় শাস্তিই অপেক্ষা করছে প্লেসিসের কপালে!-বাংলা ট্রিবিউন