রিউমার স্ক্যানারের প্রতিবেদনে নির্ভুল সংবাদমাধ্যম দৈনিক সোনার দেশ

আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ৯:৩০ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


চলতি বছরের প্রথম ছয় মাসের সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতার নিরিখে দৈনিক সোনার দেশ নির্ভুল সংবাদমাধ্যমের স্বীকৃতি পেয়েছে। সংবাদ প্রকাশে মিথ্যা সংবাদ, গুজব এড়িয়ে সঠিক তথ্য প্রকাশে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘রিউমার স্ক্যানার বাংলাদেশের’ প্রতিবেদনে মিলেছে এই স্বীকৃতি।



প্রতিবেদনে রিউমার স্ক্যানার জানায়, চলতি ২০২৪ সালের প্রথম ছয় মাসে কোনও ভুল সংবাদ প্রচার করেনি দৈনিক সোনার দেশ। নির্ভুল সংবাদপ্রকাশের তালিকায় থাকা সংবাদমাধ্যমগুলোর মধ্যে দৈনিক সোনার দেশ ছাড়াও আরও রয়েছে দ্য ডেইলি স্টার, সারাবাংলা, ডিজিবাংলা, ডয়চে ভেলে বাংলা, ভয়েস অফ আমেরিকা বাংলা, বাংলা ট্রিবিউন, নিউ এজ, বৈশাখী টিভি, জিটিভিসহ মোট ৫৮টি পোর্টাল।

উল্লেখ্য, ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃত প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বাংলাদেশ। ২০২১ সালে পয়েন্টার ইনস্টিটিউট অব জার্নালিজমের অঙ্গসংগঠন ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক (আইএফসিএন) প্রতিষ্ঠানকে এই স্বীকৃতি দেয়।

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রকাশিত ফ্যাক্টচেকগুলোয় গণমাধ্যমের ভুলগুলো বিশ্লেষণ এবং আগের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করে এই তথ্য পেয়েছে রিউমার স্ক্যানার। ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্মটি দেশের ১৬৪টি সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলো যাচাই করেছে। সব মিলিয়ে ১৬৪টি সংবাদমাধ্যমে থাকা ৬৮১টি প্রতিবেদন যাচাই করে ভুল তথ্য প্রচারের প্রমাণ তারা পেয়েছে। এর মধ্যে সংবাদমাধ্যমগুলোতে সর্বোচ্চ ২০টি থেকে সর্বনিম্ন একটি ভুল তথ্য সম্বলিত প্রতিবেদন খুঁজে পেয়েছে তারা।

গণমাধ্যমে চলতি বছরের প্রথম ছয় মাসে ৭৮টি প্রতিবেদনকে ভুল হিসেবে শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। এর মধ্যে সর্বোচ্চ ২২টি ভুল তথ্য (২৮ শতাংশ) শনাক্ত হয়েছে মার্চ মাসে। এপ্রিলে শনাক্ত ১৪টি (১৮ শতাংশ)। সবচেয়ে কম ভুল তথ্য শনাক্ত হয়েছে ফেব্রুয়ারিতে- ৭টি।

রিউমার স্ক্যানার বাংলাদেশের তথ্য বলছে, ভুল তথ্য সবচেয়ে বেশি পাওয়া গেছে দৈনিক পত্রিকা ও অনলাইন ‘কালবেলা’র প্রকাশিত সংবাদে। ভুল তথ্য ছিল শনাক্ত হওয়া ৭৮টি প্রতিবেদনের মধ্যে ২০টি প্রতিবেদন প্রকাশ করেছে মূলধারার এই সংবাদমাধ্যম। ভুল তথ্যের তালিকায় দ্বিতীয়তে জুম বাংলা, তৃতীয়তে সময় টিভি ও আরটিভি, চতুর্থতে যুগান্তর, ডিবিসি নিউজ, চ্যানেল২৪, ডেইলি বাংলাদেশ ও ঢাকা পোস্ট এবং পঞ্চমে আছে যায়যায়দিন, জনকণ্ঠ ও বিডি২৪রিপোর্ট।

এ বিভাগের অন্যান্য সংবাদ