শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
সংসদ নির্বাচন বর্জনের দাবিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে লাঠি মিছিল বের করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাতর্মিরা।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর কাওরান বাজার এলাকায় মিছিলটি বের করা হয়। এ সময় নির্বাচন প্রত্যাখ্যান ও সরকারবিরোধী স্লোগান দেয় নেতাকর্মিরা।
মিছিল শেষে বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, দেশে দুটি ধারা বিদ্যমান। একটি হচ্ছে সত্য-ন্যায়ের পক্ষে, দেশের মানুষের ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে। অন্যটি হচ্ছে অর্থ পাচার ও লুটেরাদের পক্ষে, মানুষের অধিকার হরণের পক্ষে। আমরা যারা ন্যায়ের পক্ষে তাদের বিজয় অবশ্যম্ভাবী।
রিজভী বলেন, অবৈধ নির্বাচন জনগণ মানবে না। লুটেরােেগাষ্ঠির নির্বাচন জনগণ মেনে নেবে না। তিনি বিএনপির সকল স্তরের নেতাকর্মি-সমর্থকসহ দেশবাসীকে অবৈধ নির্বাচন বর্জনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মি।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন