মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
এক সপ্তাহে রিজার্ভ কমলো আরো দশ কোটি মার্কিন ডলার। বর্তমানে রিজার্ভে সব তহবিল মিলে রিজার্ভের পরিমাণ ২০ দশমিক ১৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বা ২ হাজার ৫১৬ কোটি ১৩ লাখ মার্কিন ডলার।
এক সপ্তাহ আগে রিজার্ভের পরিমাণ ছিল ২৫ দশমিক ২৬ বিলিয়ন ডলার। অর্থাৎ এক সপ্তাহে রিজার্ভ কমলো ১০ কোটি মার্কিন ডলার। অবশ্য নেট রিজার্ভের হিসাবে তারতম্য রয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সর্বশেষ নেট রিজার্ভের পরিমাণ ১৯ দশমিক ৫২ দশমিক ডলার।
এক সপ্তাহ আগে নেট রিজার্ভ ছিল ১৯ দশমিক ৬০ বিলিয়ন। এক সপ্তাহে নেট রিজার্ভ কমেছে ৭ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার। তবে এ হিসাবে গ্রস ও নেট রিজার্ভের মধ্যে তারতম্য রয়েছে। যে হারে নেট রিজার্ভ কমেছে তুলনায় বেশি কমেছে গ্রস রিজার্ভ।
তথ্যসূত্র: বাংলানিউজ